এমন কিছু মানুষ আছে যাদের পচা মন
ধ্বংস করে সমাজটাকে করে অচেতন
ক্ষতি ক'রে আনন্দ পায় হিহি ক'রে হাসে
হাঁসগুলো সব ধানের লোভে তাদের দ্বারে আসে।
এমনতরো মানুষ গুলো কেমনে মানুষ হয়?
তাদের গায়ের চামড়া ছাড়া তাদের চেনা দায়
চব্বিশ ঘণ্টা থাকে লেগে ক্ষতি করার জন্য
পরের ক্ষতি ক'রেই শেষে নিজেই হয় ধন্য।
জিলাপিরই প্যাচের মতো তাদের যতো প্যাচ
লেগে থাকে সবার পিছু করে খ্যাচ খ্যাচ
এমনতরো মানুষ থেকে দূরে থেকো সবাই
আর না হলে তাদের কাছে নিত্য হবে জবাই।