সহজে কিছু যায়না পাওয়া বুঝতে হবে আগে
বুঝার মতো পারলে বুঝতে ফসল পাবে তবে
আঘাতের পর আসবে আঘাত লক্ষ্যে যেতে হলে
মোকাবেলা পারলে করতে সুফল ঠিকই মেলে।

পথে আবার অনেক কাটা ফুটতে পারে পায়
কৌশল করে পারলে হাটতে কেবা তোমায় পায়
চলতে গেলে পথে আবার ভুলও অনেক হয়
শুধরে নিতে পারলে আবার জীবন সুন্দর হয়।

ভাঙা পাথর টুকরো পাথর থাকবে পথের মাঝে
আঘাত লাগবে রক্ত ঝরবে সকাল সন্ধ্যা সাজে
হার না মেনে চলতে হবে জয়ী হবার পথে
জয়ী আমায় হতেই হবে প্রত্যয় রবে তাতে।

এমনি করে দিতে হবে কঠিন সাগর পাড়ি
তেজোদ্দীপ্ত মনোবলই পৌঁছে দেবে বাড়ি
হাল ছেড়োনা রাখো ধরে কষ্টের যতো পথ
দেখবে লক্ষ্যে পৌঁছে গ্যাছো থামিয়ে সকল রথ।