ভালোবেসে কবি তোমার কবিতা পড়তাম আমি নিত্য
তুলেছো ফুটিয়ে গ্রামের ছবি তোমার কবিতায় সত্য
এমন ছবি নেই গ্রাম বাংলায় আঁকোনি নিজ হাতে
প্রকৃতির সৌরভ তোমার কবিতায় ঢেলেছো স্বয়ং তাতে।
চাষিগন সবে আজও কেঁদে মরে প্রিয় কবির জন্য
মাঠের রাখালও বিষাদ বদনে কেঁদে কেঁদে হয় ধন্য
গাছপালা আর লতাপাতার সাথে খেলেছো ইচ্ছে মতো
পথিকের সাথেও বলে গ্যাছো কথা কবিতায় দেখেছি শতো।
তুমি আছো আরো রবে চিরকাল যতোদিন ভূধর আছে
শিলাবৃষ্টি খুঁজে পাবে আসমানী তোমার কবিতার মাঝে
তুমি ছাড়া কেউ আঁকেনি এমন গ্রাম বাংলার ছবি
তোমার তুলনা কোথা পাবো আর তুমিই পল্লীকবি।
ভালোবেসে গ্রাম খালবিল মাঠ কবিতা করেছো ঋদ্ধ
আনন্দ দিয়েছো কোটি পাঠকেরে হৃদয় করেছো বিদ্ধ
তোমার মতো গ্রামের কবি কোথাও না খুঁজে পাবো
বাংলার গ্রামে তবুও বারবার তোমাকেই খুঁজে যাবো।
বন্ধু কে ডেকে নিয়েছো গ্রামে যত্ন করেছে অনেক
"গাছের ছায়ায় লতায় পাতায়"কাটিয়ে দিয়েছো ক্ষণেক
ডানকিনে মাছ ধরতে গিয়েছো "কাহারো জানার আগে"
মাছগুলো তুমি দাওনি কাহারে কম পড়ে তোমার ভাগে।
তোমাকে আজ স্মরণ করি কবি তোমারই জন্মদিনে
তোমাকেই আমরা ঘিরে রবো সদা বাঁধা রইলাম ঋণে
ঢাবিতে আছে জসীমউদ্দিন হল তোমারই নামের কবি
ছাত্র হলাম আমি তোমারই হলে ভালোবেসে কবির ছবি।