গর্ভে ধারন কঠিন ব্যাপার মায়ের কষ্টের পাহাড়
বুঝবে না কেউ এ পৃথিবীর সবাই সুখের বাহার
মায়ের কষ্ট বড়ো কষ্ট শরীক নাইরে তাহার
হাজার কষ্ট বুকে মায়ের পেটে নাইরে আহার।

তিলে তিলে গড়া ছেলে মায়ের প্রিয় ধন
মায়ের কাছে ছেলে তাহার অমূল্য রতন
নেশায় মত্ত গাজা কিনে খাবে মায়ের ছেলে
প্রয়োজনে মরবে ছেলে আবার যাবে জেলে।

মায়ের আদরযত্নে ছেলে বড়ো হলো একদিন
সবই সপে দিলো মায়ে নাইযে কোনো ঋণ
গাজার নেশায় অবশেষে মত্ত হলে ছেলে
টাকার জন্য জমাজমি ব্যাচলো হেসে খেলে।

গাজার নেশায় আসক্ত ছেলে একটুও না ভাবে
নেশা করতে না পারলে তার জীবন বৃথা যাবে
টাকার যোগান দিতে মায়ের ভিটে মাটি শেষ
কোথায় যাবে মাযে তাহার ভাবনা অনিঃশেষ।

গাজা কেনার টাকা চাইলো ছেলে মায়ের কাছে
বললো মায়ে ফুরিয়েছে টাকা কি আর আছে?
দেবার মতো টাকা বাবা আমার কাছে নাই
এতো টাকা গাঁজার জন্য বলো কোথা পাই?

না বলার সাথে সাথে ছেলে মায়ের বুকে
পাড়া দিয়ে ধরলো চেপে শক্ত করে ঝুকে
অসহায় মায়ের চিৎকারে আকাশ ভেঙে পড়ে
পাষাণ হৃদয় ছেলের চোখের অশ্রু নাহি ঝরে।

বটি দিয়ে জবাই ক'রলো ছেলে মায়ের গলা
দু’ভাগ করে শান্ত হলো নেশাখোরের খেলা
পাশের বাড়ীর লোকজনের সেকি আহাজারি
কাটা গলা রক্ত দেখে মূর্ছা গেলো ভারি।

এ অপরাধ সইতে নারে মামলা করলো বাবা
আইনের জালে আটকে গ্যাছো শাস্তি এবার পাবা
বিচার শেষে জজ সাহেব দিলো ছেলের ফাঁসি
জাগলো বিবেক জগৎ বাসির ফুটলো মুখে হাসি।