আমার এখন ভাল্লাগেনা রান্না করতে
শরীর বলে বারেবারে বিশ্রাম নিতে
আমার এখন ভাল্লাগেনা কথা বলতে
মুখখানি মোর বলে আমায় মুক হতে।

আমার এখন ভাল্লাগেনা পরিচয় দিতে
ইচ্ছে করে চুপটি মেরে পালিয়ে যেতে
আমার এখন ভাল্লাগেনা বাইরে যেতে
ইচ্ছে করে ঘরের মধ্যে হারিয়ে যেতে ।

আমার এখন ভাল্লাগেনা মানুষগুলো
বনবাদাড়ে পশুগুলো অনেক ভালো
আমার এখন ইচ্ছে করে পাখি হতে
ইচ্ছে করে সাগর আকাশ পাড়ি দিতে।