আমার বড়ো ইচ্ছে ছিলো
তোমার সাথে বাঁধবো ঘর
কিসের তরে বিগড়ে গিয়ে
আমায় তুমি করলে পর?
কেমন করে বলবে কাকে?
তোমায় ছাড়া আমার মন
কাঁদতে থাকে হু হু করে
কাঁদতে থাকে সারাক্ষণ।
তুমি গেছো দক্ষিণে আর
আমি গেছি উত্তরে
তোমার সাথে দেখা আমার
বছরেও নাই ওরে।
গাছ কাঁদে পাখি কাঁদে
কাঁদে নদীর জল
প্রতারণার আঁখি তোমার
করেই গেলো ছল্।
একলা হয়ে কাঁদি আমি
কাঁদে মধুমতী
গান গেয়ে কয় নৌকার মাঝি
হায়রে লীলাবতী।
এ জীবনে তোমার আমার
আর হবে না দেখা
এ যেনো হায় জীবন খাতায়
অদৃষ্টের ই লেখা।
দূরে থেকে জানবো ঠিকই
আছো তুমি ভালো
তোমায় ছাড়া আমার ঘরে
জ্বলবে না আর আলো।