পুরুষদের সুবিধা ঘরে বসে থাকা
সংসার ছেলেমেয়ের ভবিষ্যৎ আঁকা
বাকি কাজ বৌ এর আর কারো নয়
স্বামী কয় বড় কথা বৌ কিছু নয়।

হাটুগেড়ে বসে আছে স্বামী তার ঘরে
ইফতার খাবে স্বামী কিছুক্ষণ পরে
কে বানাবে ইফতার খোঁজ নাহি তার
ইফতার দিতে হবে সময়ে তাহার ।

কিচেন গরম থাকে সেতো বারোমাস
তেনবেলা স্ত্রী করে হাহুতাশ
কিচেনে স্ত্রী ঘেমে যায় নেয়ে
কেউ নেই দেখে তারে মুখপানে চেয়ে।

রিমোটটা হাতে নিয়ে স্বামী মহারাজ
দেখে যায় সিরিয়াল একের পর এক
আগুনের তাপে আর গরমের চাপে
স্ত্রীর ঘাম ঝরে কিচেনের ফাঁকে ।

ঘামে ভিজে ইফতার রেডি হলো সারা
সারি সারি রাখা হয় পুরো টেবিলভরা
সকলেই বসে আছে ইফতারি খেতে
মহারাজ স্বামীখানও আছেওতপেতে।

মজাদার ইফতারি বলে ছেলেমেয়ে
আনন্দে সবে তারা নিচ্ছিল খেয়ে
বেগুনি আর পিয়াজুতে লবনের ভাঁড়
ঢেলে দিছে পুরোটা,কেমনে খাবে আর!

একথা বলে স্বামী মুখ করলো ভার
খাবার মতো নয় এ ইফতারি তার
ছেলেমেয়ে স্ত্রী নিলো সুখে খেয়ে
উঠে গেলো স্বামীবেটা হাতখানাধুয়ে।

কিচেনের কষ্টটা বুঝলোনা স্বামী
লবনের দোহাই দিল করবো কি আমি
এতো কষ্টে সংসারের সবকিছু করি
মনটাকে তবুও যে ভরতে না পারি।