তালের শব্দের মত নেমে আসে প্রেম
স্বর্গীয় প্রেমের আস্তানা থেকে
কেউ জানেনা কেউ জানেনা
কখন কার কিভাবে হয়ে যায়
জগতের চিরকাঙ্ক্ষিত প্রেম
দুটি হৃদয়ের সমন্বয়ে গড়ে ওঠে প্রেম
দুটি হৃদয় দুটি খুঁটির মত দাঁড়িয়ে থেকে
এক হয়ে মিলিত হয় একটি হৃদয়ে
দুটি হৃদয় এক হয়ে ডুবে যায় মিলন সাগরে
প্রেমের নীরব স্বপ্ন এনে দেয় হৃদয়ের মধুরতা
লুকোচুরি খেলতে খেলতে ও কখনো এসে পড়ে প্রেম
কেউ জানেনা কেউ জানেনা
কখন কার হৃদয়ে হঠাৎ করে নেমে আসে প্রেম
প্রেমের সৌন্দর্যে মুগ্ধ হয় মানুষ
প্রকৃতির অপার বিষ্ময়ে
হঠাৎই মানব হৃদয়ে নেমে আসে প্রেম
কেউ জানেনা কেউ জানেনা
কিভাবে কার সাথে হঠাৎ করে হয়ে যায় প্রেম
ব্যাকরণ ধারাপাত বড্ড কঠিন ও বেমানান
প্রেমের মধু আহরণে
কেউ জানে না কেউ জানে না
হঠাৎ করে প্রেম এসে যায়
কার জীবনে কোন্ ক্ষণে