তোমার জন্য সকল সময় ভাবি নিরজনে
কেমন ক'রে কাছে পাবো যাবো বৃন্দাবনে
তুমি আমার ধ্রুবতারা জোছনা রাতের ফুল
জীবন দিলাম তোমার তরে ভাঙলো না যে ভুল।
দূরে থেকে তবু্ও তোমায় ঠিকই ভালোবাসি
ভালোবাসার আকাশ আমার তারা রাশি রাশি
ভুলের মাশুল দেয় নারে কেউ ভুলই চেপে ধরে
ভুলের জন্য শেষ জীবনে হতাশাতেই মরে।