একটা কথা বললে কারো লাগবে মনে ধাঁধাঁ
কেউবা বুঝবে পুরো আবার কেউবা বুঝবে আধা
জ্ঞান নাইরে জ্ঞানের রাজার পুরোটাই গাধা
হিংসা বিদ্বেষ ভরা মনে সাজে জ্ঞানের রাধা
বড়ো বড়ো বুলি ছাড়ে তারা সবার তরে
আবার তারা হিংসা করে পরের ঘাড়ে চ'ড়ে
জ্ঞানে গুণে শিক্ষা দীক্ষায় ভাবে গুরুজন
এমনতরো মানুষ করে হিংসা সারাক্ষণ।
মুখের বাণী ছেড়ে বলে তারাই ভালো মানুষ
বোঝে না যে তারাই আবার বড়ো অমানুষ
এমনতরো লোকের ভীড়ে হারিয়ে যেতে নাই
বুঝে শুনে পারলে চলতে কোথাও কষ্ট নাই।