গহীন অরন্যের মধ্যে নীরবে দাড়িয়ে থাকা গভীর নির্জনতা
এসে ধরা দাও তুমি আমাকে
শুধু ই আমার কাছে
একান্ত অনুগত হ'য়েই ধরা দাও তুমি আমার কাছে
ভালোবাসি আমি ঘন গভীর কালো অন্ধকারের নীরব নির্জনতা কে
ভালোবাসি ঘুমিয়ে পড়া পৃথিবীর গভীর নির্জনতা কে
হে নির্জনতা হে জেঁকে বসা নির্জনতা তুমি আমার একান্তই আশীর্বাদ
তোমার আশীর্বাদেই পুষ্ট হোক আমার সকল আবিস্কার
তোমাকে পেতে চাই নির্জনে ঠিক অতি গোপনে
আশীর্বাদ হ'য়ে নেমে এসো তুমি আমার জীবনে
আমার প্রিয়তমার মতো গভীর রাতের আঁধারে
শুধু এ্যাকা পেতে চাই তোমাকে
আমার প্রিয়তমার স্পর্শে
গোটা পৃথিবী যেমন হস্তগত হয় আমার
নির্জনতা ঠিক তেমনি তোমাকে পেলে
আমি দূরে ব'সে আবিষ্কার করে যাবো
গভীর রাতের সমুদ্রের ঢেউয়ের কান্না
ইথিওপীয়ার জঙ্গলে হায়েনার আক্রমনে হরিণের অসহায় আত্মসমর্পণ
নদীতীরবর্তী নারকেল গাছের ডালে আতঙ্কে
রাত কাটানো পাখির ঝিমুনী
গাছের নীচে ব'সে থাকা তরুণ তরুণীর জীবনের স্বপ্ন বোনা
গভীর রাতে সমুদ্রের বুকে নৌকা চ'ড়ে জেলেদের মাছ ধরা
আমি আবিস্কার করবো অধিকারের সাম্যতা
বাড়াবো সাম্রাজ্য যতোদূর চোখ যায়
হে নির্জনতা আশীর্বাদ
তুমি চ'লে এসো আমার কাছে
আপন ক'রে নাও আমাকে চিরতরে
তুমিই হও আমার সকল আবিস্কার আর সৃষ্টির মূল রহস্য