হে কবি প্রেমকে ভালোবসে
একদিন আকাশে উড়িয়েছিলে তুমি
সবুজ কবুতর
অসীম আকাশ জুড়ে ছিলো তার উজ্জ্বল বিচরণ
নিরন্তর গেয়ে গেলে তুমি শুধু প্রেমের গান
আমৃত্যু তুলেছিলে সুরের তান
কখনো মনে হয়নি তোমাকে খুব একটা বেসুরো
শেষ দিন পর্যন্ত তুমি একে গেলে প্রেমের ছবি
যে ছবি আঁকে নি কেবল একে গেলে তুমি
বাঁশী তে যে সুর তোলেনি কেউ তুলে গেলে তুমি
প্রেমিক প্রেমিকা তোমার দেখানো পথে হেটে যাবে বহুদূর
তারাই হবে তোমার প্রেমের সত্যিকার উত্তরাধিকার
প্রিয় কবি হেলাল হাফিজ
তুমি বেঁচে রবে মানুষের মাঝে আজীবন চিরকাল