আমার হৃদয় আকাশে গোলাপের পাপড়ি হয়ে আছো তুমি হাজার বছর
কি যে ভালো লাগে আমার আকাশের দিকে তাকিয়ে
কেমন করে বলি তোমায়
সূর্যের বন্যা প্রবাহিত আজ আকাশ জুড়ে
তোমার সৌন্দর্য সৌরভের বাগানে হাঁটাহাঁটি করতে করতে রণক্ষেত্রের ক্লান্ত সৈনিক আমি
নিথর দেহে পড়ে আছি শুধুই তোমার জন্য
অবাক বিষ্ময়ে গোটা পৃথিবী তাকিয়ে রয়
আমার আকাশ জুড়ে
শুধু তোমার দৃষ্টি পড়ে না আমার দিকে
ক্লান্ত আমি বড্ড বেশি ক্লান্ত আমি আজ
তবুও আমি তোমার জন্য হাটতে থাকবো আজন্মকাল
ফিরে দেখো একবার ফিরে দেখো
তোমার পেছনে হাঁটছি আমি হাঁটছি নির্বিকার