তুমি আছো মোর হৃদয়ে হৃদয়ে
পায়না হৃদয় জানতে
না জানুক হৃদয় না জানুক মন
রয়েছো নয়ন প্রাতে।
তোমাকে হেরি হৃদয় ভরি আমি
প্রেম ভিক্ষুকের মতো
অথচ তুমি পারোনা জানতে
হৃদয় করে'ও ক্ষতো।
এখনো প্রিয়া তুমি যে আমার
হৃদয় জুড়েই আছো
এভাবেই রবে সারাজীবন ধ'রে
যতোদিন তুমি বাঁচো।
তোমার তরেই বেঁচে আছি প্রিয়া
তুমিই যে আমার সব
এমনি ক'রেই সাথে থেকো তুমি
যতোদিন না হই শব।
তুমি আর আমি থাকবো একাকী
রবে না মাঝে আর কেউ
বাঁধা বিপত্তি ঝড় ঝঞ্চার
উঠবে না আর ঢেউ।
রইবে তুমি আমারই প্রিয়া
রইবে চিরন্তন
কেটে যাবে কাল কেটে যাবে যুগ
শতো যুগ যুগান্তর।
চাই না তোমায় হারাতে প্রিয়া
তবুও হারাতে হবে
তোমারই পাশে আমারই কবর
পৃথিবী যতোদিন রবে।
পাশাপাশি শুয়ে পৃথিবীর যতো
দুঃখ সুখের কথা
বলে যাবো সব অহর্নিশ ধ'রে
নিবারিবো সব ব্যথা।