আজ আর কেউ সামনে এসে দাড়ায় না আমার
ঘরে আজ বসন্ত তার
কোকিল গান গেয়ে যায় সুমধুর সুরে
গেয়ে যায় সারাক্ষণ গাছের ডালে
একদিন আমার ও বসন্ত ছিলো
আমার বাগানে ও কোকিলের ভীড় ছিলো
তাদের কোলাহলে একদিন মুখরিত ছিলো
আমার আঙ্গিনা ও
কেউ আর আজ তাকায় না ফিরে আমার
দিকে
শরীরে আজ ভাজ ধরেছে আমার
দূর্বল রক্তপ্রবাহ শরীরকে টেনে নিতে আজ হিমশিম
খায়
পারতপক্ষে যাইনা কোথাও
দু'একটা বই পড়ি
গুগল ফেইসবুক এ ঘোরাঘুরি করি
মানচিত্রে গোটা পৃথিবী ঘুরে আসি মিনিটের মধ্যে
আবার টিভির রিমোটে চাপ দেই
ঘুরে আসি বিভিন্ন চ্যানেল
পন্ডিত মশাইদের কড়ালাপ শুনি
নিজের জ্ঞানটাকে ঝালাই করে তৃপ্তির ঢেঁকুর তুলি
আর বলি কতো কম জানি আমি!
দেশ বিনির্মানে একদিন জীবন বাজি ধরেছিলাম
ছিলাম এক অকুতোভয় সৈনিক
মুক্তিযুদ্ধের নিয়ম নীতি আদর্শ মেনেই চলেছি
ধন সম্পদ লোভ লালসা কে জলাঞ্জলী দিয়েও একটা
স্নিগ্ধ জীবনের অপেক্ষায় ছিলাম
সবাই আমাকে ছেড়ে গেছে চলে গেছে স্বীয় গন্তব্যে
তাই দু'চার জন অমুক্তিযোদ্ধা আশপাশে আজ ঘোরাঘুরি
করলেও কিচ্ছু মনে করিনা
কিছই না হোক অন্তত সঙ্গটা তো পাই তার কাছে
যদি ও ভিতরে ভিতরে গভীর অন্ধকারে শতোবার পিশে
মারি তাকে
ঘৃণা করি মন থেকে আরও  
উদ্ধার করি চৌদ্দ গোষ্ঠী একেবারে
মাঝে মাঝে ভাবি হায়রে জীবন
তুমি এমন কেনো?
শেষ পর্যন্ত অমুক্তিযোদ্ধাদের সঙ্গী করেও
ছাড়লে আমাকে!
বাজারে যাই
দু'একটা ঘরে বসি
দু'চার জন সুহৃদের সাথে সময় কাটাই
গল্প করি চা খাই
একটু আধটু শাক-সবজি দু'চারটে ছোটো
মাছ কিনে আনি
একটু দম নিই
জীবন ও দেশটাকে নিয়ে  ভাবি
হাই তুলে আবারও শ্বাস নেই
আরও ভাবি এক সময় লন্ড্রি করা শার্ট-প্যান্ট ছাড়া
চলতো না আমার
আজ আর সেসবের বালাই নেই কোনো
একটা হ'লেই হয় কোনো রকম
রুমের এক কোনায় ফেলে রাখি
আয়রনের ধার ধারি না
ইচ্ছে হলে প'রে কোথাও যাই
যাদের নিয়ে এক সময় স্বপ্ন দেখতাম
কিছুটা হলেও করেছি যাদের জন্য
তারাও আজ ফিরে তাকায় না কেউ আমার দিকে
হায়রে পৃথিবী!
অবাক করলে তুমি আমাকে
একেবারে ই অবাক করলে তুমি
সত্যি ই অবাক করলে আমাকে আজ!


বাংলা= ২২ বৈশাখ ১৪২৯
বার=বৃহস্পতিবার
ইংরেজী=০৫-০৫-২০২২
সময়ঃ=০০-০৫মিঃ
স্থানঃ টাঙ্গাইল