আমার শ্রমের মূল্য দাও তোমরা
আমার অধিকার দাও আমার স্বীকৃতি দাও
বঞ্চিত হবো আমি কতোকাল আর কতোকাল
কে আমাকে ঘুমের ঘোরে ঢুকিয়ে দিলো রান্না ঘরে
কে আমাকে ঠেলে দিলো শ্বাশুড়ির নিষ্ঠুরতম শাসনের
বেড়াজালে
সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত তেলছাড়া রেলগাড়ী
ঠেলে
নিয়ে যাই আমি শিয়ালদহ স্টেশানে রাত্রি গভীর হলে
সংসারের করাল গ্রাসে মৃতপ্রায় আমি আজ
কে আছো কোথায়? বাঁচাও আমাকে এখনই বাঁচাও আমাকে
পানিশূন্যতায় দেদারসে ভুগছি অনেক দিন
পারছিনা আমি আর পুষিয়ে নিতে এ ঋণ
আমার শিকড়ে ফিরে যেতে চাই আমি
আমি আমার অস্তিত্বকে ফিরে পেতে চাই
চারদিকে মৃত্যু কুপ ডাকছে আমাকে
কে আছো কোথায়? বাঁচাও আমাকে
সংসারের চাকায় পেচিয়ে মারা যাবো আমি
দ্রুত এসো নিয়ে যাও আমাকে
পারছিনা আমি আর কেমন ক'রে বুঝাই বলো তোমাকে
তোমরা ফিরিয়ে দাও আমার শ্রম আমার মেধা
ফিরিয়ে দাও আমার অধিকার
ফিরিয়ে দাও আমার অস্তিত্ব
জেলখানা থেকে নিয়ে যাও দ্রুত আমাকে
আর না হলে হৃদয়ের অনলে পুড়ে ভস্মীভূত হবো
চ'লে যাবো আমি এ পৃথিবী ছেড়ে চলে যাবো একাই আমি
বাঁচাও বাঁচাও তোমরা আমাকে বাঁচাও এখনই
কে আছো কোথায়? দ্রুত এসো আমার হাতখানি ধরো
যেদিকে চোখ যায় সেদিকে তুমি আমাকেই নিয়ে চলো