চৈত্রের দাপদহে তরতর করে
ঘামঝরে শ্রমিকের সারাক্ষণ ধরে
কাজ করা ভারি দায় এই গরমে
এসিতে ধনী লোক থাকে আরামে।

চাষা আর শ্রমিকের কষ্টের কথা
এমনকে আছে তার বুঝবে ব‍্যাথা?
গরমে কাজ তার করা ঠিক চাই
কাজ ছাড়া তারযে বাঁচার উপায় নাই।