দূর থেকে ঠিক গোলাপের মতোই মনে হয়
ঝিরিঝিরি বাতাসে তরুণীর আঁচল উড়িয়ে
দুলে যায় সারাবেলা
কিন্তু ঠিক বুঝতে পারছি না
ওটা কি আসলে বাগানে ফুটন্ত সুবাসিত কোনো
ফুল কিনা,গোলাপ কিনা
নাকি কোনো অগ্নিশিখা
নাকি আগুনের কোনো ফুলকি
ভেসে যায় কি বাতাসের সাথে কোনো দুলকি
বুঝতে গিয়ে বারেবারে সম্বিত হারাই আমি
ভুল করি বারবার,আবার ফিরে আসি
একবার শতোবার এগিয়ে যাই তার কাছে
পিছিয়ে আসি হাজার বার তার কাছ থেকে
ফিরে আসি আবার নিজের কাছে
দ্বিধা দ্বন্দ্বের উপসংহারে পৌঁছানোর দুর্দান্ত
প্রয়াসে ভেসে যাই আমি
বারবার সাঁতরাতে থাকি অতল সমুদ্র মাঝে
খুঁজে পাই না কুল কিনারা কোনো
ভাসতে থাকি অসহায়ের মতো যেনো
বারবার ভাবি
কাছে গিয়ে একটু স্পর্শ করিনা
একটু ছুঁয়ে দেখিনা
একটু ধরে দেখি না
গোলাপের পাপড়ি কিনা
কিন্তু না!
মনে হচ্ছে ভুল দেখেছি, ভুল সাগরে নিপতিত হয়েছি আমি
ভুল দেখেছি হাজারো বার
ফুলের বনে ভুল দেখেছি
প্রেমের এই ভরদুপুরে গোলাপ মনে করে
আগুনে আমি হাত রেখেছি
আমি ভাবি
আর বারবার ভাবি
তুমি আসলে আমার ঠিক গোলাপ কিনা
আর যদি না হও
তাহলে তুমি অগ্নিশিখা
তুমি সেই আগুন
যার লেলিহান শিখায়
ফুলের এ খেলায় পুড়তে হবে আমাকে
দ্বিধাহীন চিত্তে
আমার এ অবেলায়!