এমন সময় ছিলো যখন বাড়ি করার জন্য
বেরিয়ে যেতে নাস্তা ছাড়া হতে স্বয়ং ধন্য।
সকাল যেতো দুপুর যেতো কাজ হতোনা শেষ
আসতে ফিরে বিকেল বেলা খেতে তখন বেশ।

প্রাত্যহিকের রুটিন তোমার এমন ছিলো রোজ
নিজের শরীর নিজের পেটের নিতেনাতো খোঁজ।
দিনে দিনে এমনি করে করলে  তুমি বাড়ি
অবশেষে তুললে পোটল গেলে সবই ছাড়ি।

ফুলের বাগান সামনে তোমার প্রকান্ড এক বাড়ি
করলে তুমি যাদের জন্য তারাও গেলো ছাড়ি।
লতাপাতা গাছগাছালি ধরছে ঘিরে বাড়ি
অশীতি এক বুড়ী সেথায় রইছে নিবাস গাড়ি।

গোবর দিয়ে বইড়া বানায় বুড়ী সেথায় থাকে
বাড়ির মালিক ভেবে বুড়ী স্বপ্নে ছবি আঁকে।
ভাবতে ভাবতে বুড়ীর জীবন একদিন হলো শেষ
গোখরো সাপে ফনা মেলে আছে সেথায় বেশ।

হায়রে মানুষ কষ্ট করে পূরণ করো শখ্
কদিন সেথায় থাকতে পারো হিসেব করে দ্যাখ্
খুঁজলে তুমি কষ্ট করে এমন বাড়ি পাবে
সাপ কোপ আর জঙ্গল ছাড়া মালিক নাহি পাবে।

সৌরভ মাখা ফুলের বাগান বাড়ি তোমার ছেড়ে
কোথায় তোমার ছেলেমেয়ে কোথায় তুমি গেলে।
বাড়ির মালিক হবার জন্য ছিলো কি দৌড় ঝাপ
আজি তোমার বাড়ির মালিক গোখরো কটি সাপ।