কেমন ক'রে ঘুমাই আমি
চোখের পলক পড়েনা যে
ঘুমের জন্য কান্না করি
চোখের পাতা বোজেনা যে।
এপাশ থেকে ওপাশে যাই
চিন্তা করি আজেবাজে
কেমন ক'রে ঘুমাই আমি
কিছুই কাজে আসেনা যে।
তোমার কথা মনে পড়ে
ঘুম যে আমার ধরে না যে
উথাল-পাতাল ঢেউ খেলে যায়
একাকীত্বে মনের মাঝে।
ঘুম হলো না তোমার জন্য
বুঝবে তুমি কেমন ক'রে?
তোমার জন্য কাঁদি আমি
তুমি যে আজ অন্য ঘরে।