ঘুম আসে না তোমার জন্য
একলা জেগে রই
কাছে পাইনা তোমায় আমি
কেমনে কথা কই।
দিবানিশি ভাবি আমি
শুধু তোমার কথা
দিন কাটেনা রাত কাটেনা
মনে অগাধ ব্যথা।
হাটতে গেলেও তোমায় দেখি
বসতে গেলেও তুমি
বাঁচবো আমি কেমন ক'রে
দাওনা ব'লে তুমি।
স্বপ্নে হলেও তুমি আমায়
দিও একটু দেখা
আর না হলে সারাজীবন
থাকবো আমি একা।