সৃষ্টির আদিকাল থেকে
জীব জন্তু মানুষ
আপন খেয়াল খুশীমত
প্রায় সকলেই ঘুমিয়ে আসছে
না ফুরানো অঢেল ঘুম
একান্তই শান্তির ঘুম
কিন্তু এ ধরাতলে
ঘুমায়না শুধু আকাশ নক্ষত্র আর বৃক্ষরাজি
তারা সকলেই অতন্দ্র প্রহরীর মত
নিঃস্বার্থ পাহারা দেয়
সকলের ঘুম করে নিশ্চিত
যাতে তাদের ঘুমের ব্যাঘাত না ঘটে
সারাজীবন না ঘুমিয়ে কাটিয়ে দেয় তারা
যতদিন পৃথিবী আছে
ততদিন তারা না ঘুমিয়ে কাটিয়ে দেবে
এ পৃথিবীর পরে
বিনিময়ে চাইবেনা কিছু
চাইবেনা কিছু আর কারো কাছে