চোরকে ধরে সাজা দেই আর
ডাকাত কে দেই ছাড়ি
চোরের সাজায় দারুণ আরাম
ডাকাতকে ভয় ভারি।

চুনোপুঁটি জেলে পুরে
গর্ব করি বেশ
রুই কাতল সব ছেড়ে দিয়ে
বিচার করি শেষ।

আমি তো নই এমন বোকা
মৌমাছির ঐ চাকে
মারবো খোঁচা মরার জন্য
জজিয়তির ফাঁকে।

হাজার কোটি টাকা মারে
হয়না তাদের জেল
দেশ ছেড়ে যায় বিদেশ চলে
আজব দেশের খেল।

কৃষক পেটের অন্ন যোগায়
রোদ বৃষ্টি যায় খেলে
হাজার টাকার ঋণের জন্য
কৃষক যে যায় জেলে।

কোমরে তাহার দড়ি লাগাই
বাহবা নেই কতো
ফাঁক ফোঁকরে বেরিয়ে যায়
রাঘব বোয়াল শতো।

দু'বেলা ভাত পায় না খেতে
অস্থি কঙ্কাল সার
তাদের বিচার করি আমরা
নির্লজ্জ অহঙ্কার।

খুন করে যে পার পেয়ে যায়
আমার দেশের খুনী
আমরা যে সব দেশের মানুষ
আজকে সবাই ঋণী।

কেমন করে সইবো বলো
বুকে দারুণ ব্যথা
কোথায় যাবো বলবো কাকে
কাঁদে মানুষ যেথা।