ফুলের বুকে থাকলে মধু
ভ্রমর ঘুরে কয়
তোমায় আমি বাসি ভালো
বাসি জগৎ ময়।
মধু খাওয়ার পরে ভ্রমর
বলে ডেকে ডেকে
আসবো বন্ধু তোমার কাছে
আসবো থেকে থেকে।
আজকে আমি ব্যস্ত ভীষণ
সময় আমার নাই
আবার আমি আসবো যদি
একটু সময় পাই।
এ জগতে হায়রে মানুষ
কাজটা হলে শেষ
কেটে পড়ে যায় চলে যায়
থাকে সুখে বেশ।
স্বার্থের লাগি ঘোরে মানুষ
স্বার্থ পেয়ে গেলে
তাকায় না আর ফিরে কভু
যায় সে তাকে ফেলে।
এ জগতে এমন সন্তান
হাতের কাছে পাবে
মানুষ হবার পরে তারা
বাপ মা ছেড়ে যাবে।
তারিখ-
বাংলা=১৩ জৈষ্ঠ ১৪২৯
বার=শুক্রবার
ইংরেজী=২৭-০৫-২০২২
সময়ঃ=০৯-৪০ মিঃ
স্থানঃ=খুলনা