আবার যদি পেতাম ফিরে
সেই সোনালী দিন
নিমেষেই যেতাম ফিরে
শুধাতে সব ঋণ।
যাদের সাথে খেলতাম আমি
নানা রকম খেলা
তারা ছিলো বন্ধু সবাই
আনন্দের ই মেলা।
তাদের কথা ক্ষণে ক্ষণে
মনে আমার পড়ে
চোখের জলে বুক ভেসে যায়
হৃদয়ে জল ঝরে।
বন্ধু সকল আজকে কোথায়
কেউ রাখিনা খোঁজ
হয়তো কেহ ছেড়ে গেছে
কেউ বা কাঁদে রোজ।
পাঠশালাতে যাবার কথা
আজও পড়ে মনে
যেতাম আমরা স্কুলে সব
সকলে এক সনে।
বিকেলবেলা খেলার মাঠে
করতাম খেলা সবাই
সে সব কথা স্মৃতি আজি
আর যে কিছু নাই।