আমাকে ছেড়ে কোথাও যেওনা তুমি
কোথাও যেওনা তুমি আর
ফিরে এসো ফিরে এসো তুমি আমার কাছে
কোথাও যেওনা তুমি আর কখনো
সারাক্ষণ থেকো শুধু আমার কাছে
সামনে থেকে আগলে রেখো তুমি আমাকে
মিশে থেকো শুধু আমার সঙ্গে
আমার শেষ নিশ্বাসের সাথে
যেওনা তুমি আমাকে ছেড়ে আর
জোর করে কেউ নিয়ে যেতে চাইলেও তুমি যেওনা
তুমি ফিরে এসো ফিরে এসো তুমি আমার কাছে
তুমি আমার কাছেই থেকো যেখানে থাকি আমি ঠিক সেখানেই
আমার হস্ত নাক মুখ স্পর্শ করে সুখ কুড়িয়ে নিও তোমার ইচ্ছে মতো
একটু ও বাধা দেবো না আমি আর
তুমি শুধু একবার ফিরে এসো আমার কাছে
যা চাও ঠিক তা-ই খুঁজে পাবে আমার কাছে
তুমি শুধু একবার ফিরে এসো
ফিরে এসো তুমি ফিরে এসো শুধু আমার কাছে