আর কতোকাল পুড়বে বলো
আমায় দেশের শ্রমিক
মৃত্যুর মিছিল গুণে গুণে
বাড়ছে খুনের ক্রমিক।
বিল্ডিং কোডের বিধান মেনে
হয়না কেনো বিল্ডিং?
আর কতোকাল কর্তৃপক্ষ
মারবে বসে ফিল্ডিং।
বিধি বিধান না মেনে সব
করছে দালান কোঠা
আইন মানার সভ্যতা আজ
নাই যে ছিটেফোঁটা।
চক্ষু বুজে থাকে তারা
দায়িত্ব যাদের দেখা
হয়তো কিছু পেয়ে বলে
সব কিছু ফকফকা।
ব্যবসা করো বানিজ্য করো
বাঁধা তো আর নাই
জীবন নিয়ে ছিনিমিনি
খেলছো কেনো ভাই?
শ্রমিক ভাইয়ের নিরাপত্তা
দিতে হবে আগে
তারপরেই ভাবতে হবে
মালিক কিবা পাবে?
গেট আটকিয়ে তালা দিয়ে
মারছো শ্রমিক তুমি
পুড়িয়ে মেরে ছাই করছো
দেখছে জগৎ ভূমি।
একটার পরে একটা করে
কেড়ে নিচ্ছো জান
অথচ নাই কারোর জন্য
কোনোই অভিমান।
এমনি করে আর কতোকাল
চলবে শ্রমিক হত্যা
আইন কি শুধু বইয়ের পাতায়?
কাঁদবে কি সব আত্মা।
হত্যা শেষে কর্তৃপক্ষ
অনেক কথাই বলে
রাঘব বোয়াল মারে আবার
তাদের সাথে ই চলে।
কোড না মেনে বিল্ডিং করার
অনুমতি যারা দেয়
আইনের রশি তাদের গলায়
পরানো বড়ো দায়।
শ্রমিক মারা খুবই সোজা
যে সব মালিক ভাবে
তাদের গলায় ঝুলাতে হবে
ফাঁসির রশি আগে।