একটা বিকেল আমার জন্য রেখো
গোলাপের সুবাস হয়ে আমার কাছে থেকো
মনটা তোমার এক বিকেলে আমায় শুধু দিও
বিকেল শেষে মনটা না হয় আবার ফিরে নিও।
আমরা দু'জন বসবো গিয়ে গাছের নীচে
পাখিরা সব ধরবে সারি তোমার পিছে
দুষ্টুমি আর খুনসুটিতে কাটিয়ে বেলা
আসবো ফিরে সন্ধ্যা হলে আপন ডেরা।
কথার সাথে কথার হবে জব্বর লড়াই
এমন কথা না হয় যেন দু'জন হারাই
একটা বিকেল রেখো তুমি আমার জন্য
চোখে চোখে কথা বলেই হবো ধন্য।
তুমি আমি দু'জন মিলে বলবো কথা
গাছের পাতা বলবে ঝরে মনের ব্যাথা
বাতাস এসে কান পেতে শুনবে সবই
লেকের পানি ঢেউ তুলে আঁকবে ছবি।