এতো সুন্দর করে কি কবিতা লিখতে হয়?
বুকের গভীরে ঢুকে পাথর সরিয়ে কি
আসন গেড়ে বসতে হয়?
কেন সব কবিতা মাথার ওপর দিয়ে উড়ে যায়
শুধু আকাশ পানে?
একটু নরম কোমল সুরে গিটার বাজালে
সুরবিদ্ধ হয় সকলের হৃদয়
কেন এতো কঠিন কেন এতো শক্ত
ঠিক পাথরের মতো
তোমার কবিতার ভাষা যতো?
একটু সহজ করো খুলে দাও হৃদয়
বুঝে নাও সবাই কে আপনা থেকে
কঠিনেরে করো তুমি চিরতরে বিদায়
বিদায়ের বাণী শোনাও তুমি কঠিন কে একেবারে
এতো কঠিন করে কি কবিতা লিখতে হয়?
একটু সহজ করে লিখলে
কি এমন ক্ষতি আর হয়?