একুশ মানে স্বাধীনতা
একুশ মানে ত্যাগ
একুশ মানে তিতিক্ষা আর
একুশ মানে ভাগ।
একুশ মানে স্বাধীকার
একুশ মানে মান
একুশ মানে বীর বাঙ্গালীর
যুদ্ধ জয়ের গান।
একুশ মানে বাংলা ভাষা
একুশ মানে জয়
একুশ মানে উর্দু ভাষার
চিরকালের ক্ষয়।
একুশ মানে মাটি বাংলার
একুশ মানে স্বর্ণ
একুশ মানে রক্ত গঙ্গার
একুশ মানে বর্ণ।
একুশ মানে ছেলের চিঠি
একুশ মানে মা
একুশ মানে পথের দাবি
একুশ মানে না।
একুশ মানে রক্ত মিছিল
একুশ মানে জল
একুশ মানে পালিয়ে যাওয়া
পাক হায়েনার দল।
একুশ মানে শক্তি সাহস
একুশ মানে বল
একুশ মানে নেই কোনো ভয়
একই সাথে চল।
একুশ মানে স্বপ্ন আমার
একুশ মানে ভাষা
একুশ মানে শিক্ষা আমার
একুশ মানে আশা।
একুশ মানে ঝাপিয়ে পড়া
একুশ মানে দেশ
একুশ মানে একাত্মতা
জনতার সমাবেশ।
একুশ মানে অকুতোভয়
একুশ মানে সেনা
একুশ মানে বীর বাঙ্গালী
সেতো মানিক সোনা।
একুশ মানে সোনার ফসল
একুশ গোলাঘর
একুশ মানে বাংলা মায়ের
অযুত সংসার।
একুশ মানে মাতৃভাষা
একুশ মানে জয়
একুশ মানে পালিয়ে যাওয়া
পাকির পরাজয়।
একুশ মানে কৃষ্ণচূড়া
রক্তঝরা ফুল
সেই ফুলেরই সুবাস নিতে
হয়নি কোনো ভুল।
একুশ মানে ধমনীর স্রোত
হৃদয়ের কম্পন
একুশ মানে বিপ্লব আমার
জানাই অভিনন্দন।
একুশ মানে রফিক সালাম
একুশ মানে শফিউর
একুশ মানে জব্বার বরকত
একুশ মানে মতিউর।