হে একুশ হে মহান একুশ তোমাকে ভোলার নয়
তুমি শুধু ইতিহাস নও
শুধু বিজয়ী বীর নও তুমি বাঙালির
তুমি আমার চির সৌন্দর্যের উন্নত মম শীর
তুমি আমার রক্তরাঙা সবুজ পতাকা
এসেছো এ বাংলার বুকে বিজয়ী বেশে
পাকিরা পলাতকা
তুমি বাঙালির রক্তাক্ত ইতিহাস
রুখে দাঁড়ানো সাহস যোগানো দামাল ছেলের স্লোগান
বৃথা যেতে দাওনি তুমি বাঙালির তাজা রক্ত
বাঙালী তাই গায় তোমারই গান
বীর শহীদদের রক্ত আজও কথা বলে তোমার তরে
নদীর সাথে পাখির সাথে লতাপাতা গাছের সাথে
বাঙালির হৃদয়ের রক্তক্ষরণ একুশ তোমাকে ঘিরে
তুমি শিখিয়েছো মাথা উঁচু করে দাঁড়াতে
তুমি বুঝিয়েছো মাটির অধিকার
ভাষা দেশ ইতিহাস ঐতিহ্যের স্বাধিকার
তুমি শিখিয়েছো অধিকার দাবী আদায়ের কৌশল রুখবার দুর্নিবার
তুমি বুঝিয়েছো বাঙালির ভাষা রক্তের আখরে লেখা
তুমি কেড়ে নিতে দাওনি আমার মায়ের মুখের ভাষা
রফিক শফিক সালাম বরকতের রক্ত আজও বাঁচিয়ে রেখেছে বাঙালির সব আশা
একুশ আমার সম্মান আর একুশ আমার ঐতিহ্য
একুশ আমার গৌরব আর অহংকারের সৌন্দর্য
একুশ আমার বর্ণমালা একুশ আমার ভাষা
একুশ আমার কুলি শ্রমিক মজুরের সব আশা
একুশ আমার ভোরের আলো একুশ গলার হার
একুশ আমার ন্যায়বিচার আর একুশ অধিকার
একুশ আমার সত্য আর একুশ আমার মর্যাদা
একুশ আমার শ্রদ্ধা আর ছেলেহারা মায়ের কান্না
একুশ আমার রক্তাক্ত রাজপথ
একুশ আমার মিছিলের ভাইবোন
একুশ আমার আনন্দ বেদনার ইতিহাস
একুশ আমার একান্ত এক জন্মভূমি
মাতৃভূমির মুখের ভাষা ঠোঁটের ভাষা
একুশ আমার বীর শহীদদের বাঁচিয়ে রাখা
একুশ আমার রক্তে লেখা মায়ের মুখের ভাষা
পাকিদেরকে তাড়িয়ে দেয়া একুশ আমার স্বর্ণাক্ষরে লেখা