রমজানেই নামলো খুশী ফুরিয়ে গেলো বেলা
ঈদের মাঝেই সাঙ্গ হলো দুঃখেরই সব মেলা
দূরে দাড়ায় লক্ষ্য হারা বস্ত্রহীনের দল
ক্ষুধার জ্বালা কাঁদে তারা অশ্রু ছলছল।
তাদের মাথায় হাত বুলিয়ে ফিরিয়ে দাও খুশী
ভালো খাবার পোশাক দিয়ে মন ভ'রে দাও বেশী
কতোটা বা পেরেছি দিতে মাসটি গেলো চ'লে
শিক্ষা ই বা কেমন নিলাম যান না সবাই ব'লে।
মাহে রমজান দিলো আমায় সাম্যবাদের শিক্ষা
নিতে হবে অকাতরে রোজার সকল দীক্ষা
ভুলতে হবে ধনী গরীব সকল মানুষ সমান
এই মন্ত্রে দীক্ষা নিয়ে তাদের দিকে তাকান।
নাই ভেদাভেদ কারোর সনে ভাবতে হবে মনে
তবেই সবাই পারবো বুঝতে তাকোয়ারি মানে
গরীব দুঃখীর মুখের হাসি দেখতে যদি চাও
পোশাক আশাক ঈদের দিনে মন ভ'রে বিলাও।
রোজার শেষে ঈদের দিনে করবো সবাই মজা
সাথে নেবো গরীব দুঃখী থাকবো সুখে সোজা
হিংসা বিদ্বেষ সংকীর্ণতা থাকবে না আর মনে
হেসে যাবো খেলে যাবো গরীব দুঃখীর সনে।
এমনি করে পারলে চলতে হৃদয় হবে ঋদ্ধ
কাঁদবেনা কেউ মনের দুঃখে হবেনা তীরবিদ্ধ
এ জীবনের সকল খেলা সাঙ্গ একদিন হবে
মানুষ ছাড়া মানব সেবা কেমন করে হবে?
বাংলা= ২০ বৈশাখ ১৪২৯
বার=মঙ্গলবার
ইংরেজী=০৩-০৫-২০২২
সময়ঃ=১২-০৫মিঃ
স্থানঃ টাঙ্গাইল