নাড়ীর টানে বাড়ি ফিরি কষ্ট করি খুব
গাড়ি পাইনা ট্রাকে চড়ি আনন্দে দেই ডুব
বাড়ি আমায় যেতেই হবে জীবন গেলে যাক্
ট্রেনের ছাদে বাসের ছাদে যে যার মতো থাক্।
আমার দিকে তাকিয়ে সবাই ফিরবো কখন বাড়ি
মায়ের সাথে বাবার আদর ভাগ দেবোনা ছাড়ি
মাটি আমায় টানছে ওরে যেতেই হবে বাড়ি
ঈদ হবেনা বাড়িনা গেলে ছুটছি তাড়াতাড়ি।
গায়ের ওপর মানুষ দাড়ায় পায়ের ওপর ব্যাগ
কেউবা আবার বিড়ির ধোঁয়া মুখেই করে ত্যাগ
কেউবা ফেলে থুথু মুখের কেউবা করে হা
কেউবা আবার হাইম ছাড়ে মুখের পরে যা।
ঝড় ঝঞ্ঝা যা-ই আসুক যেতেই হবে বাড়ি
মাটি হবে ঈদ আনন্দ থাকলে ঢাকার বাড়ি
ধুলো বালি উষ্ণতা আর গরম যা-ই বলো
ঈদ কিন্তু গেলো ফসকে গ্রামের বাড়ি চলো।
ঈদ আনন্দ ঈদের মজা গ্রামেই আছে ভাই
গেলে সেথা বুঝবে সবাই অন্য কোথাও নাই
এমনি কি আর জীবন বাজি ধরি বাড়ির জন্য?
আনন্দ যে লুকিয়ে সেথা ধন্য তারই জন্য।
আমি যদি না যাই বাড়ি ঈদ কি তবে হবে?
আমি শুধু গ্রামে গেলেই ঈদের মজা তবে
দূর্ঘটনায় মরবে মানুষ মরবে বুড়ো-বুড়ি
দেখার আমার নাইরে সময় দ্রুত যাবো বাড়ি।