চুলে আমার পাক ধরেছে চামড়া গেছে ঝুলে
ছোট্টো জীবন হঠাৎ দেখি গেছে আমায় ভুলে
একি কথা ওমা আমি তোমার কোলে সেদিন
আসলাম নেমে পৃথিবীতে আজকে দেখি দূর্দিন।
গুঙা রবে উঠলাম কেঁদে মাত্র কদিন আগে
হিসাব দেখি শেষ হয়েছে সূর্য ডোবার আগে
ছোট্টো জীবন চাইনি আমি চেয়ে ছিলাম বড়ো
মালিক তুমি এতোই কৃপন কেমনে হতে পারো?
একটু লম্বা জীবন দিলে কি আর এমন ক্ষতি
হোতো তোমার বলো প্রভু এই কি তবে নিয়তি
দেখতে দেখতে দুপুর হলো সকাল নামমাত্র
চোখ মেলাতেই সন্ধ্যা হলো কেমন দিবারাত্র?
এতো সুন্দর বসুধাকে কেমনে যাবো ছেড়ে
সন্ধ্যা হবার আগেই দেখি যম যে এলো তেড়ে
এমনতরো জীবন আমরা চাইনি তোমার কাছে
থাকবোইবা কেমন করে থাকার সুযোগ আছে?