বুকের মাঝখানে দিয়েছি যে ঠাঁই
চ'লে যাবে দূরে তবু উপায় যে নাই
যেতে পারো চাও যদি যাও দূরে চ'লে
যাবে তুমি স্মৃতিটুকু ঠিকই পিছু ফেলে।

যতই যাওনা দূরে রবে ঠিক বুকে
দূরে বসে কাঁদবে ঠিকই ধুঁকে ধুঁকে
আগুনের বহ্নিশিখা জ্বলে ধিকিধিকি
বুক পুড়ে ছারখার বাঁচিব একাকী ।

সব সময় কাছে থাকো যত দূরে যাও
আমিযে তোমারই শুধু তাকি টের পাও?
দিবানিশি সারাক্ষণ দেখি তব ছায়া
নিষ্ঠূর হরিণী তুমি নাই কোনো মায়া।

দূরে বসে ভাবো তুমি গেছি আমি ভুলে
ভুলবোনা কোনোদিন কোনো রূপ ছলে
যেদিন ছুঁয়েছিলো তোমার আঁখিপাত
শিখেছিলাম সেদিন আমি প্রেমের ধারাপাত।

আকাঙ্ক্ষার কুঁড়িগুলো আজো বেঁচে আছে
দূরে বসে জল ঢালি মরে যায় পাছে
হয়তো হবেনা দেখা তোমার সাথে আর
কথা হবে মনে মনে চক্ষু বরাবর ।