দূরের মানুষ রইলে দূরে কেউ কি তাকে চেনে?
দূরের থেকে কাছে এলে চেনার সুযোগ মেলে।
বৌটি চেনে স্বামীকে তাহার বৌকে চেনে স্বামী
বাকী যাহা রইলো চেনার জানে অন্তর্যামী।
উড়ে গেলে পাখি তাহার পালক পড়ে রয়
পালক দেখে পাখির কথা সর্ব লোকে কয়।
কাজ করলে পাশে কেহ তাকেই চেনা যায়
কাজের মাঝে ভালো মন্দ সবই বুঝা যায়।
দূরে বসে কাউকে চেনার চেষ্টা নাহি করো
চেনার জন্য কাউকে তাহার পিছু তুমি ঘোরো।
কান কথা শুনে কারো বিচার নাহি করো
দু'পক্ষেরই কথা শুনে ঝান্ডা তুলে ধরো।