প্রেম অনলে পুড়ছি আমি
ভষ্ম হচ্ছি রোজ
যার জন্য পুড়ছি আমি
সে রাখেনা খোঁজ।
একবারও সে কয়না কথা
তাকায় না আর ফিরে
অক্টোপাসের মতো শুধু
ধরছে আমায় ঘিরে।
আড় নয়নে দূর থেকে সে
বিদ্ধ করে চোখ
দেখাদেখি হোকবা নাহোক
একটু কথা হোক।
কয়না কথা একবারও সে
দূরেই শুধু রয়
তীর মারে সে দূরে থেকেই
প্রাণ যে জ্বলে যায়।
এমনতরো জালের ফাঁদে
আটকা আছি সই
বের হতে না পারি আহা
দুঃখ নিয়ে রই।