দুঃখ আমায় আকড়ে আছে অক্টোপাসের মতো
দুঃখ আমায় সকল সময় কাঁদায় অবিরত।
কষ্টে আমার জীবন গ্যালো দেখার কেহ নাই
বাকী জীবন ক্যামনে যাবে বুঝার উপায় নাই।
ব্যাথায় আমার হৃদয় কাতর ব্যাথার ওষুধ চাই
খুঁজে দেখি ব্যাথার ওষুধ কোথাও সে নাই।
বেদনায় যাই ভেসে আমি সাগরে নাই ঠাঁই
হাতড়ে বেড়াই সাগর মাঝে কুল খুঁজেনা পাই।