দুঃখ আমার জীবন সঙ্গী
দুঃখ আমার মরন
দুঃখের সাথে লড়াই করে
কাটছে আমাার জীবন।
পৃথিবীর সব দুঃখ গুলো
আমার কাছে আসো
আমার গলার মালা হয়ে
সবাই মিলে হাসো।
তোমার সকল দুঃখ গুলো
আমায় তুমি দাও
তোমার সুখের সারি গেয়ে
নৌকা বেয়ে যাও।
তোমার দেয়া দুঃখে আমি
হবো ভীষণ সুখী
থাকবো না আর দুঃখে আমি
হবো দারুণ খুশী।