তুমি আমায় দুঃখ দিও সুখ চাইনা
সুখ গেছে আজ পদ্মার তীরে দুঃখযে পাইনা
যে নেবে সুখ এগিয়ে যাক তাতে আমার কি?
আমি যে আার সুখ নেবোনা জানিয়ে দিছি।
দুঃখ নিয়ে থাকবো আমি থাকবো চিরকাল
সুখের জন্য ফেরী করে ফিরবো না যে আার
তুমি ছাড়া জানুক সবাই দুঃখই আামার সুখ
দুঃখ দিয়ে সুখকে ছোঁবো ভরবো আমার বুক।