ভেবে দ্যাখো নয়ন মেলে
জগতে কি আছে
দৃষ্টি শক্তি ক্ষীণো হলে
বুঝবে অবশেষে।
আশার স্বপন নিয়ে আমরা
খেলি যতো খেলা
আশা নিয়েই বাঁচি আমরা
করি নাকো হেলা
কতো শতো লোকের সাথে
দ্যাখা হয়েছিলো
সকাল দুপুর সন্ধ্যা বেলায়
কে কি ব'লেছিলো?
রাত দুপুরে কারোর ঘরে
অক্ষর ওঠে কেঁদে
উপন্যাসের এই পাতাটি
নাজুক ও নড়বড়ে।