দিলে যদি দেহ মন চোখ নাক মুখ
তবে কেনো কেড়ে নাও জীবনের সুখ?
কার কাছে যাবো আমি কার কাছে রবো?
কারেইবা জীবনের দুঃখের কথা কবো?

এই যদি জীবনের আসল রূপ হয়
মানুষগুলো জীবনের কেনো গুণ গায়?
অহেতুক জীবন তবে কেনো তুমি দাও?
কেনোইবা হঠাৎ করে তাকে কেড়ে নাও?

কি বলবো কোথা যাবো ভেবে নাহি পাই
জীবনেরে এই রাখি এইতো হারাই।
দুঃখ আর কষ্টের সাগর দিয়ে পাড়ি
ছাড়তে না চাই আহা জীবনের গাড়ি।