হয়তো কোটি কোটি মাইল দূরে চ'লে গেছো তুমি আজ
দিগন্ত ছেড়ে আজ বহু দূরে
চ'লে গেছো ঠিকই তোমার ইচ্ছের ডানা মেলে
তোমার নিদ্রাহীন চোখ তবুও নিশিদিন যায় খেলে
পিনপতন নীরবতায় গভীর রাতের আঁধারে
তুমি এখনো চাও ফিরে
নদীর কলকল ধ্বনি আজ নিঃসঙ্গতার সঙ্গী
গাছের পত্র পল্লব ডেকে কথা কয় তোমার সাথে
ফিসফিস ক'রে জিজ্ঞেস করে আমার কথা
না বলতে চাইলেও অগোচরেই ব'লে ফেলো
ঝেড়ে ফেলো যত সব আদিখ্যেতা
পোস্টাফিসে ফেলেছিলাম চিঠি সে কবেকার কথা
হয়তো পাওনি কিবা পেয়েছিলে সেতো তোমারই জানার কথা
ব্যথাভরা সেই চিঠি ফেলেছিলাম ডাকবাক্সে
মনে পড়ে আজও
হয়তো সে অজান্তেই কেঁদে মরে আর বেদনার সুর তোলে অকাতরে
দূরে আছো তুমি হয়তো অনেক দূরে
দূরকে করেছো আপন তাই নিকট আজ কেঁদে ফেরে
মন বলে বারবার রয়েছো তুমি রয়েছো আমায় ঘিরে
পথের দূরত্বের ধুলায় দীপ্তিময় আভা নিভে যেতে পারে
কিন্তু চোখের আড়াল কি কখনো
মনের দীপ্তিকে নিভিয়ে দিতে পারে?