আমার আমিত্বকে নিয়ে বয়ে বেড়াবো আর কতোকাল
বেলী ফুলের গাছটাও যে ন্যাড়া হয়ে গেলো
দেড়শো বছর অবধি খেলে যাচ্ছি আমি অবিরাম
জলচাষ করে যাচ্ছি আমার আমিত্বকে নিয়ে
প্রেমের ঝুল বারান্দায় একটু জায়গা না পেলে
মুখ ফিরিয়ে নেবো
ঠিক ডিজিটাল প্রেমের দিকে ঘুরে দাঁড়াবো একান্ত মনে
প্রেমের এক দুঃখী ফেরিওয়ালা হয়ে
অন্ধগলির ঠিক এক কোণে অপেক্ষায় রবো আমি হাজার
হাজার বছর