ধর্ষিত হয় শিশুকন্যা সবার চোখের সামনে
চোখ মেলে শিশুর চিৎকার দেখবো সবাই কেমনে?
পুরুষ নামের কলঙ্ক আজ কিছু পুরুষ লোক
তাদের ঘরেও আছে মেয়ে বুদ্ধির উদয় হোক।

জোর পূর্বক নিশিরাতে পুরুষ করে ধর্ষণ
করার কিছু নাইরে শিশুর দেহে রক্তের বর্ষণ
নিরাপত্তা নাইরে শিশুর ঘরে কিম্বা বাইরে
চারদিকে ধর্ষক শুধু বাঁচার উপায় নাইরে ।