ঢিল ছুঁড়ছো মৌমাছিদের দৌড়ে কদ্দুর যাবা
পিঠের ওপর মৌমাছিদের কামড় এবার খাবা
ভাবোনি তো ছোড়ার আগে ফলটা হবে কি?
নতুন কুলিন সেজে খাচ্ছো পান্তা ভাতে ঘি।

বড়ো বড়ো কথা আর বুলি ছেড়ে আজ
লাভ হবেনা কিছুই দেখো পাবে শুধু লাজ
সবুর করো দেখতে পাবে তোমার কর্মফল
কাঁদবে তুমি রাস্তায় বসে মুছবে অশ্রুজল ।

বাঘের গায়ে হাত দিয়েছ এবার কোথা যাবা
নখের আঁচড় দাঁতের কামড় এবার সবি খাবা
প্লেট হাতে কাঁদবে তুমি ছেঁড়া জামা পরে
থাকবেনা কেউ তোমার সাথে একলা রবে পড়ে ।