মদ নারী তাড়ী সবই পরাস্ত আজ বড়ো
নেশাখোরদের কাছে
নেশাখোররা এক ভিন্ন জগতের কেউ
তারা মানুষ নয় কেউ আজ আর
তাদেরকে চেনা যায়না সমাজের কেউ ব'লে
চিনতে হলে লাগে হাই পাওয়ার চশমার গ্লাস
নানা ধরনের মুখোশে ঢাকা থাকে তাদের মুখ
এই মুখোশ ওল্টায়ে তাদের মুখ দেখা বড্ড এক
কঠিন কাজ
টুটি চেপে ধরে গলা টিপে হত্যা করে রক্তচক্ষু
অর্থ সম্পদ ঘরবাড়ি দালানকোঠা কেড়ে নিয়েছে
আজ মানুষের অধিকার
মানুষকে ধোঁকা দেয় আজ শুধু স্বাধীকার
আজ টাকার নেশায় বুদ হয়েছে মানুষ
টাকা আজ ব্যক্তি সমাজ অধিকার ধ্বংসের
অপর নাম