কিভাবে জানবো বলো
প্রকান্ড এক দেয়াল সামনে ঠিক অট্টালিকার মতো
দাঁড়িয়ে আছে
ছিলো আছে এখনো
এতো বড়ো দেয়াল টপকাবো কি করে?
দার্জিলিং এর শীত ঠেকানোর জন্য চাদর গায়ে
নিজেকে আড়াল ক'রে রেখেছো সারাজীবন
আড়ালের পরে আড়াল দেয়ালের পরে দেয়াল
এতো আড়ালে থাকলে কিভাবে জানবো বুঝবো বলো
আমি তো তোমার সাথেই ছিলাম এখনো আছি এবং
থাকবো
কিন্তু দেখতে পাইনি তোমাকে কোনোদিন একটুও
তোমাকে কোনোদিন পাইনি দেখতে আমি
আমি তো জানতেই চেয়েছিলাম তোমাকে
তোমার সুউচ্চ দেয়ালটাকে ভেঙে
তোমাকে জানার আগ্রহ কমেনি একটুও এখনো
তুমি শুধু জানতে দিলে না তোমাকে
আড়ালেই রয়ে গেলে তুমি চিরকাল
জানতে দিলে না তুমি আমাকে তোমাকে আর
এ পৃথিবীর সবচেয়ে সুন্দরকে