বাংলাদেশের ছেলে তুমি বাংলায় তোমার বাড়ি
বাংলাদেশে জন্ম তোমার নাইযে তোমার জুড়ি।
গর্বে আমার বুক ভরে যায় তোমার কথা স্মরি
বাংলাদেশের জন্য আমরা সবাই যেনো মরি।

দেশযে আমার মা জননী তুলনা যার নাই
মায়ের আঁচল তলে আমরা সুখ খুঁজে তাই পাই।
দেশ দিয়েছে অনেক কিছু আমরা সবাই জানি 
দেশের তরে জীবন দেবো থাকবো সবাই ঋণী।

দেশকে সবার দিতে হবে থাকতে হবে নীতি
তবেই সবাই পারবো দিতে দেশপ্রেম প্রীতি।
সততা আর দেশপ্রেম থাকতে হবে আগে
আর না হলে মানুষসহ দেশকে বাঘে খাবে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা সোনার মতো করে
গড়বো আমরা সবাই মিলে আদর যত্ন করে।
আইন মেনে কাজ করো আর নিয়ম মেনে চলো
যে মানে না আইন কানুন মানতে তাকে বলো।

টাকা ছাড়া কাজ করে দাও সততা হোক নীতি
আইন সবার মানতে হবে এটাই হলো রীতি।
দূর্নীতিকে না বলি আর সততা হোক পুঁজি
উন্নয়নের মহাসড়ক এরই মাঝেই খুঁজি।

দেশকে সবাই ভালোবাসি দেশকে সবাই গড়ি
দেশের জন্য আমরা সবাই দেশের জন্য মরি।
পণ করি তাই আমরা সবাই দেশকে ভালোবেসে
এগিয়ে নেবো দেশকে আমরা সবাই মিলেমিশে।

তারিখ-
বাংলা-২৬ চৈত্র ১৪২৮, শনিবার
ইংরেজী-০৯-০৪-২০২২
সময়ঃ ২২-৪৯ মিঃ
স্থানঃ
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ