কতো সম্পদে ভরা দেশটি আমার দেখতে পাইনা তবু
চোখ দুটি শুধু পড়েই রইলো খোলা হইলো না কভু
বিধাতার দেয়া চক্ষুদ্বয় শুধু কি শরীরেই পড়ে রবে?
এতো সম্পদ আর প্রকৃতির দেখা কোথা গেলে কেউ পাবে?

বোধোদয় কভু হবে নাকো আর দেশের জ্ঞানী গুনী
ব'লে যাও এসে দেশেরই জন্য নইকি আমরা ঋণী?
ঝাড়া দেও শরীর চোখ দু'টি মেলো দেখো বাংলার রূপ
সাজিয়েছেন খোদা স্বহস্তে তার নয়ন জোড়ানো রূপ।